বরিশালে ৪০০ অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বরিশালে ৪০০ অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Other

বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ৪শত অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দেউলী বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

৬ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ৬২ ইস্ট বেঙ্গলের আয়োজনে ৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার এই ত্রাণ বিতরণ করেন। এ সময় শেখ হাসিনা সেনা নিবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল শিক্ষক-শিক্ষার্থীরা

করোনামুক্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি: ফখরুল

যে যেখানে আছে, সেখানে থেকেই ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর


এর আগেও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে একইভাবে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামীতে এই সহায়তা কার্যক্রম অব্যহত রাখার কথা জানিয়েছেন সেনা বাহিনীর কর্মকর্তারা।

news24bd.tv আহমেদ