এক বছরের বেশি সময় ঘরে থেকেও করোনা আক্রান্ত তসলিমা নাসরিন

এক বছরের বেশি সময় ঘরে থেকেও করোনা আক্রান্ত তসলিমা নাসরিন

অনলাইন ডেস্ক

এবার করোনা হানা দিয়েছে ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের শরীরে। আক্রান্ত হওয়ার এ খবর টুইট করে জানিয়েছেন তিনি।

কোভিড পজিটিভ হয়ে বিস্মিত প্রকাশ করেছেন তিনি।

এর কারণ এক বছর ধরে তিনি বাড়ির বাইরে পা রাখেননি।

তাঁর ঘরেও আসেননি কেউ। তা সত্ত্বেও কীভাবে সংক্রমিত হলেন তা নিয়ে উদ্বিগ্ন তসলিমা। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন তাঁর একমাত্র সঙ্গীর কথা।

এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা দিইনি।

কাউকে ঘরে আসতেও দিইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এরপরও আমি কোভিড-১৯–এ আক্রান্ত! যদি জানতে পারতাম, আমি কীভাবে আক্রান্ত হলাম। ’

তবে ঠিক কবে থেকে করোনাভাইরাসে আক্রান্ত বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কী, সে সম্পর্কে ওই টুইট বার্তায় কিছু বলেননি তসলিমা নাসরিন।

 

i haven't stepped out of my home for more than a year. Didn't allow anyone to enter my home. i was alone with a cat. And then i caught covid-19. Wish i knew how i caught it. ☹️

— taslima nasreen (@taslimanasreen) May 9, 2021

 

গত বছর মহামারী শুরু সময় দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলিগি জামাতের সম্মেলনকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছিলেন তসলিমা নাসরিন। তবলিগি জামাতকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা। টুইটে তসলিমার দাবি ছিল, ‌‘তবলিগি জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে এটি শুরু হয়। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকাস্তান তবলিঘি জামাতকে নিষিদ্ধ করেছে। এটির সঙ্গে জঙ্গিদের সংস্রব রয়েছে। তবিলিগের বেপরোয়া কাণ্ডকারখানার জন্য বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, হবেনও অনেকে। প্রায় এক শতাব্দী ধরে এরা দুনিয়ায় অজ্ঞতা ও কট্টরপন্থ ছড়িয়ে আসছে। এদের নিষিদ্ধ করা উচিত। ’

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা। তিনি সুইডেনের পাসপোর্টধারী হিসেবে দিল্লিতে বসবাস করছেন।

news24bd.tv তৌহিদ