বগুড়ার মাঠে মাঠে ধান কাটার উৎসব, মারাইয়ে ব্যস্ত কৃষাণ-কৃষাণি

অনলাইন ডেস্ক

বগুড়ার মাঠে মাঠে এখন চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। বোরো ধান ঘরে তুলতে কৃষক-কৃষাণিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে, ধান উৎপাদনে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।   

সবুজ ধান ক্ষেত এখন সোনালী রং ধারন করেছে।

বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। বৈশাখের প্রখর রোদ আর গরম উপেক্ষা করে ধান কাটায় ব্যস্ত কৃষক। কৃষি শ্রমিকের পাশাপাশি গৃহীনিরাও ব্যস্ত সময় পার করছেন বোরো ধানের ক্ষেতে।

শষ্য ভান্ডার খ্যাত বগুড়ার মাঠে বোরো ধান কাটার পাশাপাশি চলছে ধান মাড়াই এর কাজ।

এরপর হাট বাজারে বেচাকেনার পালাও শুরু। কাঁচা ও শুকনো ধানের দাম এবারে ভাল বলে জানিয়েছেন চাষিরা।

ফলন ও দাম বেশি হওয়ায় জেলার প্রায় ৪৭ হাজার হেক্টর জমিতে কাটারীভোগ জাতের ধান চাষ হয়েছে। ফেব্রুয়ারির থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ধান চাষ শেষে এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয় বোরো ধান কাটা।   

এবারের মতো আগামিতেও ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা।

চলতি বছর বগুড়ায় ১ লাখ ৮৮ হাজার ৬১৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৯৭৪ মেট্রিক টন।

news24bd.tv / কামরুল