১০ মে, ইতিহাসের এই দিনে

১০ মে, ইতিহাসের এই দিনে

অনলাইন ডেস্ক

আজ ১০ মে, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩০তম (অধিবর্ষে ১৩১তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
১৫০৩ - কলম্বাস কেম্যান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
১৮৫৭ - ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু : সিপাহী বিপ্লব।


১৯১৬ - আমস্টারডামে শিপপোর্ট জাদুঘর খোলা হয়।
১৯৩৩ - বার্লিনের রাজপথে ফ্যাসিস্ট হিটলারের নাৎসি বাহিনী প্রায় সব বিশ্বখ্যাত লেখকের বই পুড়িয়ে দেয়।
১৯৪০ - জার্মান বাহিনী হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ আক্রমণ করে।
১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।

১৯৭২ - বাংলাদেশ আইএমএফের সদস্যপদ লাভ করে।


মমতার মন্ত্রিসভার শপথ আজ

পদ্মার চরে জন্ম নেওয়া সেই শিশুর নাম দেওয়া হলো ‘পদ্মা’


জন্ম

১৭৬০ - ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল।
১৭৭৪ - ভারতের আধুনিক চিন্তার অগ্রনায়ক রাজা রামমোহন রায়।
১৮৬৩ - উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ।
১৯০৫ - কণ্ঠশিল্পী পঙ্কজ মল্লিক।
১৯৭৪ - সিল্‌ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১৯৮৫ - সাহিত্যিক প্রমথনাথ বিশী।
১৯৯৮ - গজল সম্রাট তালাত মাহমুদ।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক