খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক।

তিনি জানান, খালেদা জিয়ার শ্বাসকষ্ট অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগ সময়ই তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। মাঝে মাঝে প্রয়োজনে এক লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিসের মাত্রা কয়েকদিন ধরে বেশি ছিল। তবে গতকাল থেকে ধীরে ধীরে ডায়াবেটিসের মাত্রা কমে আসতে শুরু করেছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

গত ৩ মে তার শ্বাসকষ্ট দেখা দিলে কেবিন থেকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়।

এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করা হয়। পরে সাজাপ্রাপ্ত আসামির বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো বিধান নেই বিদ্যমান আইনে।

news24bd.tv / কামরুল