ভারতে বাতিল হল গো-রক্ষা হেল্প ডেস্ক

ভারতে বাতিল হল গো-রক্ষা হেল্প ডেস্ক

অনলাইন ডেস্ক

করোনা সংকটের মধ্যেই গরু রক্ষার জন্য প্রতিটি জেলায় সহায়তা ডেস্ক স্থাপনের ঘোষণা দিয়েছিল দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। অবশেষে সমালোচনার মুখে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেখানে দেশটিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেখানে মানুষকে বাঁচানোর পদক্ষেপ না নিয়ে গরুদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক বসিয়ে মাস্ক ব্যবহারসহ ঘন ঘন তাপমাত্রা পরিমাপেরও নির্দেশ দেয়া হয়। আশ্রয়কেন্দ্রগুলোতে চিকিৎসা সরঞ্জাম, যেমন অক্সিমিটার, থার্মোমিটার ইত্যাদি দিয়ে সজ্জিত করারেও পরিকল্পনা করা হয়।


আরও পড়ুনঃ


বিক্ষোভে বাড়ল ঈদের ছুটি

ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

মৃত্যুর আগে বাবাকে ফোনে জানালেন ধর্ষণের কথা!


শুধু তাই নয়, বিপথগামী গবাদি পশুদের মোকাবেলায় বিদ্যমান গরুপাল ও গরু আশ্রয়ের সংখ্যা দ্রুত বাড়ানোরও ঘোষণা দেয়া হয়।

news24bd.tv / নকিব