চঞ্চল চৌধুরীর মা, আমার মা

চঞ্চল চৌধুরীর মা, আমার মা

Other

এই ২০২১ সালে এসে আমাদের চঞ্চল চৌধুরী কে যদি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমাদের লজ্জা লুকানোর উপায় থাকে কীভাবে!

নিউইয়র্কে যে মানুষটা আমার বড় মেয়ের জীবন পাল্টে দেওয়ার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি একজন খ্রিষ্টান। যিনি আমার ছোট মেয়েকে নতুন ভাবে গড়ে তুলেছেন তিনি একজন জুইশ। আমার বাবাকে সুস্থ করে তুলতে যারা দিনের পর দিন গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, চিকিৎসা করছেন, পরিবারের সদস্যদের চাইতেও যত্ন করে ঔষধ খাওয়াচ্ছেন, বেন্ডেজ পাল্টে দিচ্ছেন, বিষ্ঠা পরিস্কার করছেন তারা একজন হিন্দু, একজন খ্রিষ্টান, একজন জুইস, একজন মুসলমান।  

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে কোনো ধর্মেই কোনো আপত্তি নাই।

তাহলে আমাদের চঞ্চল চৌধুরীকে তার মায়ের ছবির নিচে এই ধনের প্রশ্নের উত্তর দিতে হবে কেন? কে বলতে পারেন?

চঞ্চল চৌধুরী আমার বন্ধু, ভাই, আমাদের অহংকার। চঞ্চল চৌধুরীর মা, আমার মা। মা তো মা-ই।  
সকল মায়েদের প্রতি শ্রদ্ধা।

শামিম শাহেদ

news24bd.tv/আলী 

এই রকম আরও টপিক