যদি তা-ই হতো তাহলে রাসুল (সা.) ২৭ রমজানে ইতেকাফ করতেন

যদি তা-ই হতো তাহলে রাসুল (সা.) ২৭ রমজানে ইতেকাফ করতেন

অনলাইন ডেস্ক

আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক বলেছেন, আমরা যেন রমজানে নেক আমলগুলোর সংরক্ষণ ও নিয়মিত চর্চা করি। আল্লাহর রহমত সারাটা বছর জুড়েই। পুরোটা জীবন জুড়েই। প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড জুড়েই।

আর আমরা যেন, আল্লাহর অপার রহমত থেকে নিজেদেরকে বঞ্চিত না রাখি।

রমজানের গুরুত্ব তুলে ধরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন কথা লিখেছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

"খতমে তারাবীহ" মানে .....
তারাবীহ শেষ নয়।
"জুমা’তুল বিদা" মানে ......
জুমা’ শেষ নয়।


“রমজানের বিদায়” মানে ....
ইবাদত বা আমলের বিদায় নয়।
“সেহরীতে উঠতে লাগবে না” মানে....
ফজরের নামাজ শেষ নয়।
তেমনি....
"২৭শে রাত" অতিক্রান্ত মানেই .....
শবে ক্বদরের সম্ভাবনাও একেবারেই শেষ নয়।

যদি তা-ই হতো। তাহলে রাসুলুল্লাহ (সা.) রমজানের পুরো শেষ দশকে শবে ক্বদরের সন্ধানে ইতেকাফ না করে বরং শুধুমাত্র ২৭শে রাতেই ইতেকাফ করতেন।

ইনশাআল্লাহ, এখনও রমজানের শেষ দশকের আরো ২/৩টা রাত অবশিষ্ট আছে। আমরা যেন একদম শতভাগ নিশ্চিত করে একটি রাতকেই শবে ক্বদর নির্দিষ্ট না করি। তারাবীহতে কোরআন তেলাওয়াত সমাপ্ত হলেও। কোরআন শেখা ও তেলাওয়াত বন্ধ না করি। এই পবিত্র মাসের বাকি দিনগুলোতে। বছরের বাকি ১১টা মাসেও। আমরা যেন রমজানের এই নেক আমলগুলোর সংরক্ষণ ও নিয়মিত চর্চা করি। আল্লাহর রহমত সারাটা বছর জুড়েই। পুরোটা জীবন জুড়েই। প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড জুড়েই। আর আমরা যেন, আল্লাহর অপার রহমত থেকে নিজেদেরকে বঞ্চিত না রাখি। (ফেসবুক থেকে)

লেখক : আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর