এক সপ্তাহের ব্যবধানে

নওগাঁয় কেজিতে চালের দর কমেছে ৪ থেকে ৫ টাকা

অনলাইন ডেস্ক

নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে চালের দর কমেছে ৪ থেকে ৫ টাকা। আর প্রতি বস্তায় কমেছে দুইশ থেকে তিনশ টাকা পর্যন্ত। এতে কিছুটা স্বত্বিতে ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বোরো ধান ওঠায় কমতে শুরু করেছে চালের দর।

 

দেশের সর্ববৃহৎ চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। আর দেশের চালের চাহিদার সিংহভাগই মেটানো হয় এ জেলা থেকে। গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি চালে প্রকারভেদে ৪ থেকে ৫ টাকা কমেছে। আর প্রতি বস্তায় কমেছে দুইশ থেকে তিনশ টাকা পর্যন্ত।

খুচরা ব্যবসাযীরা বলছেন, এক সপ্তাহ আগে ২৮ চাল বিক্রি হয়েছে ৫৬ টাকা, বতমানে তা বিক্রি হচেছ ৫২ টাকা। একই ভাবে জিরাশাইল ৬২ থেকে ৫৮  টাকা। মোটা চাল ৪৫ থেকে ৪০ টাকা আর নাজিরশাইল ৭০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের দর কমায় কিছুটা স্বত্বিতে সাধারণ ক্রেতারা।   

বোরো ধান বাজারে ওঠায় চালের দর কমতে শুরু করেছে। তবে সরকার যদি বাজার মনিটরিং করে তাহলে চালের বাজার স্থিতিশলি থাকবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

চালকল মালিক সমিতির তথ্য মতে, নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ ট্রাক চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।

news24bd.tv / কামরুল