১৩ দিনে ইউটিউব থেকে যা পেলেন ডিপজল

১৩ দিনে ইউটিউব থেকে যা পেলেন ডিপজল

অনলাইন ডেস্ক

ঢালিউড অভিনেতা ও প্রযোজক ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত  মনোয়ার হোসেন ডিপজল  ইউটিউবে এসেই বাজিমাত করেছেন। মাত্র ১৩ দিনে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়ে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন ডিপজল।

সেই খুশির সংবাদ  ভক্তদের সাথে শেয়ারও করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্লে বাটন হাতে একটি ছবি পোস্ট করে ডিপজল লিখেছেন, ফাইনালি ১৩দিনে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়ে গেলাম।

আমি কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। ইউটিউবের এই স্বীকৃতি আমি তাদেরকে উৎসর্গ করলাম।

news24bd.tv

তিনি আরও লিখেছেন, আশা করছি আপনাদের ভালবাসায় খুব তাড়াতাড়ি দশ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ফেলব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

এই ঈদে এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।   এ সিনেমায় ডিপজল ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ। এটি নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে। ২০১০ সালে শুরু হওয়া এ সিনেমার শুটিং ২০১২ সালে শেষ হয়।

news24bd.tv/আলী