গঙ্গায় ভাসছে লাশের সারি, ঘুরছে কুকুর

ফাইল ছবি

গঙ্গায় ভাসছে লাশের সারি, ঘুরছে কুকুর

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের ‘সুনামি’তে ভারতের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়তে বসেছে। দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সার্স-কভ-২’ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। দেশটিতে গণচিতার খবরের পর বিহারের বক্সার জেলায় গঙ্গায় ভেসে উঠেছে ৪৫ মরদেহ।

মরদেহগুলো স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।  

তারা মনে করছেন, সব করোনা আক্রান্তের মরদেহ। সেগুলোকে সৎকার কিংবা দাহ করতে ব্যর্থ হয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।   

সোমবার (১০ মে) স্থানীয়রা গঙ্গার পাড়ে গেলে মরদেহগুলো দেখতে পায়।

 

ঘটনাটি আজ সকালে নজরে পড়ে বক্সা জেলার চৌসা গ্রামের বাসিন্দাদের। তারা নদীর পাড়ে লাশগুলো দেখতে পান। সেসময় লাশের পাশে কুকুর ঘুরছিল।

স্থানীয় সরকারের ধারণা, মরদেহগুলো উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। স্থানীয়রা মৃতদেহগুলো দাহ করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে মৃতদেহ ভেসে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।  

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানান, মরদেহগুলো উদ্ধার হয়েছে। সেগুলো বিহার নাকি উত্তরপ্রদেশের তা এ মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।  

ভারতে গেল ২৪ ঘন্টায় ৩ লাখ ৬৬  হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুও হয়েছে ৩ হাজার ৭ শতাধিক। এ অবস্থায় দেশটিতে পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।  

news24bd.tv/আলী