এতো এতো ধর্মের দেশে, এতো অর্ধম কি করে হয়

এতো এতো ধর্মের দেশে, এতো অর্ধম কি করে হয়

Other

অভিনেতা চঞ্চল চৌধুরী ফেইসবুকে মা’কে নিয়ে ছবি দিয়েছেন। মায়ের সাথে সন্তানের ছবি—কতো পবিত্র, কতো সুন্দর। সে পোস্টেও তিনি ধর্মীয় রোষানলের শিকার।

পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব তার স্ত্রীকে নিয়ে ছবি দিলে, সেখানেও ধর্মীয় রোষানল।


ক্রিকেটার মুস্তাফিজ তার স্ত্রীকে নিয়ে ছবি দিলো! সেখানেও ধর্মের বাণী। ধর্মের পরামর্শ। ধর্মের শিক্ষা।

আপনি মা’কে নিয়ে ছবি দিতে পারবেন না।

বোনকে নিয়ে কিংবা স্ত্রীকে নিয়ে ছবি দিতে পারবেন না। লোকজন এসে আপনাকে ধর্ম শিক্ষা দেওয়া শুরু করবে। কী জঘন‍্য!

আপনি বিজ্ঞান নিয়ে কিছু লিখবেন—সেখানে লোকজন ঝাপিয়ে পড়বে ধর্মজ্ঞান নিয়ে। সত্য ধর্ম, মিথ্যা ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম—এমনসব বিতর্কে জড়াবে। অশ্রাব‍্য ভাষায় কমেন্ট করবে।

আপনি হয়তো এমন বিষয়ে লিখেছেন, যেটার সাথে ধর্মের দূরতম সম্পর্ক নেই—সেখানেও কেউ না কেউ এসে ধর্ম নিয়ে ঢুকে পড়বে। তারপর শুরু হবে যুদ্ধ। নোংরামি। এইসব ইতরদের হাত থেকে যেনো রেহাই পাওয়াটাই দূরহ! 

ধর্ম ছাড়া যেনো আর ভাবার মতো, বলার মতো, প্রকাশের মতো কোন শব্দ নেই। বাক‍্য নেই।  

এতো এতো ধর্মের দেশে, এতো অর্ধম কি করে হয়—সেটা ভেবে দিশেহারা হই! আমাদের মুখে যতো ধর্ম, কর্মে ততোই দূষণ!

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর