ইসরায়েলে হামাসের ৭ রকেট হামলা

ইসরায়েলে হামাসের ৭ রকেট হামলা

অনলাইন ডেস্ক

গাজার সশস্ত্র গ্রুপ আল্টিমেটাম দেওয়ার পর জেরুজালেমে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর ৬টার দিকে এই রকেট হামলার ঘটনা ঘটে।

গাজার কাছ থেকেও রকেট হামলার ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে ইসরায়েলের সঙ্গে সীমান্তের আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

তবে ওই ফুটেজ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অঞ্চলের বেইত শিমেশ এবং জেরুজালেম শহরে সাতটি রকেট ছোঁড়া হয়। এরপর সাইরেন বাজানো হয়। আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম একটি রকেটকে প্রতিহত করে।

এগুলো ছাড়াও অ্যান্টি-ট্যাংক মিসাইল ছোঁড়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদও ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করার পর এই দাবি করে গ্রুপটি।

সম্পর্কিত খবর