বলা যায় এটা সাম্প্রদায়িক আক্রমণ, জঙ্গি তৎপরতা

বলা যায় এটা সাম্প্রদায়িক আক্রমণ, জঙ্গি তৎপরতা

অনলাইন ডেস্ক

গতকাল (৯ মে) ছিল বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে মাকে শ্রদ্ধা জানাতে অনেকেই মায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছেন।

তেমনই একটি ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লেখেন ‘মা’।

মায়ের সঙ্গে সন্তানের এমন স্থিরচিত্রও পড়েছে সাম্প্রদায়িকতার রোষানলে। নেটিজেনদের কেউ কেউ চঞ্চলের ধর্ম নিয়ে প্রশ্ন করেছেন। তবে অধিকাংশই এই সকল বিরূপ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

ধর্ম নিয়ে এমন প্রশ্ন উঠতেই অস্বস্তি প্রকাশ করেন ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেতা।

প্রতিবাদও করেছেন।

জানিয়ে দেন- ধর্ম নয়, মানুষ হিসেবেই তার পরিচয়টা মুখ্য। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন-

অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী ভাবনার সাথে ফেসবুকে তাদের ও তাদের মায়ের ধর্ম পরিচয় নিয়ে যা করা হয়েছে সেটা সাধারণ কোনো সাইবার বুলিং নয়। বলা যায় সাম্প্রদায়িক আক্রমণ। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য জঙ্গি তৎপরতা হিসেবে দেখা উচিত রাষ্ট্রের...

news24bd.tv তৌহিদ