করোনায় শনাক্ত ১৬ কোটি ছুঁই ছুঁই

করোনায় শনাক্ত ১৬ কোটি ছুঁই ছুঁই

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। দিন দিন বাড়ছে লাশের মিছিল। পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হারও। প্রাণঘাতী এই ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখের বেশি মানুষ।

আর প্রাণহানির সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়,  নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৪০ হাজার ৩৮৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৫৭৮ জনে।


বিশ্বে করোনায় একদিনে ১১ হাজার মানুষের মৃত্যু

বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা

ফিতরা দেয়ার গুরুত্ব ও ফজিলত

ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী


সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জনে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক