কিশোরদের জন্য প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

এই প্রথমবারের মতো ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেহে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিলো মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ প্রশাসন।  

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ মে) মার্কিন নিয়ন্ত্রকদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক জানান, কম বয়সীদের দেহেও ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন ভ্যাকসিন প্রস্তুতকারীরা।  


রক্তের গ্রুপ ‘এবি’ ও ‘বি’ হলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি: গবেষণা

ঈদের আগে মানুষ সোনা কেনার চেয়ে বিক্রি করছে বেশি

বিশ্বে করোনায় একদিনে ১১ হাজার মানুষের মৃত্যু

বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা


যুক্তরাষ্ট্রে এতো কম বয়সীদের দেহে প্রয়োগের ক্ষেত্রে এটাই প্রথম অনুমোদিত করোনা ভ্যাকসিন।

শিশুদেরকে নিরাপদে স্কুলে ফিরিয়ে আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

অবিলম্বে মার্কিন কিশোর কিশোরীদের এই টিকা সরবরাহ করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এফডিএ এর নির্দেশ অনুযায়ী, প্রাপ্ত বয়স্কদের মতো পদ্ধতিতেই তিন সপ্তাহের ব্যাবধানে ভ্যাকসিনটির দুটি ডোজ কম বয়সীদের দেহে প্রয়োগ করা হবে।

news24bd.tv নাজিম