করোনায় আক্রান্ত তেলেগু স্টার জেআর এনটিআর

করোনায় আক্রান্ত তেলেগু স্টার জেআর এনটিআর

অনলাইন ডেস্ক

করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জুনিয়র নন্দমুরি তারাকা রামা রাও (জেআর এনটিআর)। সোমবার (১০ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে করোনা আক্রান্তের খবর অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

জেআর এনটিআর টুইটারে লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। তবে চিন্তা করবেন না, ভালো আছি।

আমি ও আমার পরিবার নিজেদের আলাদা রেখেছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল নিয়ম মেনে চলছি। গত কয়েকদিন যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করান। নিরাপদ থাকুন। ’

এদিকে এই টুইটের পর থেকেই এই অভিনেতার রোগমুক্তি কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।

আরও পড়ুন


সাতক্ষীরার দেবহাটার একটি বাগান থেকে গৃহবধুর লাশ উদ্ধার

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় নারী-পুরুষদের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

আফগান থেকে সরানো মার্কিন সেনা রাশিয়া সীমান্তে মোতায়েনের সিদ্ধান্ত


জুনিয়র এনটিআর অভিনীত পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুদিরাম’ বা ‘আর আর আর’। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। জুনিয়র এনটিআর ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে আছেন রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

news24bd.tv আহমেদ