ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত তীব্র যানজট

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এই যানজট শুরু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই যানজট প্রায় ১০ কিলোমিটারে গিয়ে ঠেকেছে।

দীর্ঘ যানজট হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রী ও চালকদের।

অনেকে আবার পায়ে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে। যাত্রীরা বলছেন, ভোরে রওনা দিয়েছেন ঢাকা থেকে কাঁচপুর পার হতেই যানজট শুরু হয়েছে। কতক্ষণে যে পৌঁছাবো কে জানে।

ঢাকা থেকে কুমিল্লা গ্রামের বাড়ির উদ্দেশে যাওয়া চাকরিজীবী কাউসার আলম জানান, ঢাকার সায়েদাবাদ থেকে ভোর ৫টায় বাসে উঠি।

যানজটে আটকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত এক ঘণ্টার পথ পার হতে চার ঘণ্টা সময় লেগেছে। বাকি পথের ভোগান্তি মাথায় রেখেই আপনজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বলে জানালেন।

আরও পড়ুন


বাঁশিতে ফুঁ দিয়েই কর্তব্য শেষ নীতি নির্ধারকদের, কষ্ট করেন শ্রমজীবীরা

যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানের আরও ৫০টি গাছ কাটা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

বুধবার চীন থেকে আসছে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী


প্রাইভেট কারের চালক জাহিদ হাসান বলেন, কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে ভোর পৌনে পাঁচটায় রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। গণপরিবহন চলার কথা না থাকলেও গণপরিবহন যেখান সেখান থেকে মানুষ উঠানোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। গাড়ির চাপ বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

news24bd.tv আহমেদ