কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ঘাটের পন্টুন ছিঁড়ে নদীতে মাইক্রোবাস

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ঘাটের পন্টুন ছিঁড়ে নদীতে মাইক্রোবাস

অনলাইন ডেস্ক

হঠাৎ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে ডুবে গেছে একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি ঢাকা আসছিলেন। এতে চালকসহ বেশ কয়েকজন যাত্রীও ছিলো। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে এই ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী। এসময় তিনি বলেন, বেলা ১১টার পরে একটি ছোট ফেরিতে ওই মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় হঠাৎ করেই ঝড় শুরু হলে পন্টুনের তার ছিঁড়ে নদীতে চলে যায়।

সঙ্গে মাইক্রোবাসটিও।

আরও পড়ুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত তীব্র যানজট

বাঁশিতে ফুঁ দিয়েই কর্তব্য শেষ নীতি নির্ধারকদের, কষ্ট করেন শ্রমজীবীরা

যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানের আরও ৫০টি গাছ কাটা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী


পুলিশ পরিদর্শক আরও বলেন, মাইক্রোবাসটিতে থাকা চালকসহ যাত্রীরা গাড়িতেই ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজে আসে। দুপুর ১২টার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি পানিতে ভাসতে দেখা গেলেও কাউকে উদ্ধার করা যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, মাইক্রোবাসে কতজন আরোহী ছিলেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। বর্তমানে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।

news24bd.tv আহমেদ