রূপগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মাকে পিটিয়ে দাঁত ফেলে দেয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত দুই ছেলে ও তাদের পরিবারে বিরুদ্ধে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার তারাব উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমেনা বেগম (৬৫) জানান, তার বড় ছেলে গুলজার ও সেজ ছেলে জাহিদ মাদক সেবন করেন। আমেনা বেগমের ছোট ছেলে বাদলে একটি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে।

করোনা কারণে স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। গুলজার ও জাহিদ প্রায় বাদলের কিন্ডারগার্টেন স্কুলে লোকজন নিয়ে গিয়ে মাদক সেবন করেন।

বাদল বেশ কয়েকবার দুই ভাইকে মাদক করতে নিষেধ করলেও তারা শুনেননি।

এ সকল বিষয় নিয়ে বাদলের সঙ্গে তার ভাইদের পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল।

গত সোমবার রাত ২টার দিকে বাদল ও মা আমেনা বেগমের সঙ্গে দুই ভাই গুলজার ও জাহিদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

আরও পড়ুন


ভারতফেরত নারীর করোনা পজিটিভ

শুনানির আগ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ: হাইকোর্ট

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, চালক নিখোঁজ

আল আকসা ইস্যু: হামাগুড়ি দিয়ে হলেও আমরা পৌঁছাব ইনশাআল্লাহ


একপর্যায়ে গুলজার, জাহিদ ও তার স্ত্রী শামিমা ও ছেলে ফাহাদ, ফাহিম, ফারুক মিলে মা আমেনা বেগমকে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার দুটি দাঁত ফেলে দেন।

এ সময় তারা বাদলের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়ে নগদ ১০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আহত আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করান।   

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv আহমেদ