কঠোর ‘লকডাউন নাটক’ বন্ধ করা হোক

কঠোর ‘লকডাউন নাটক’ বন্ধ করা হোক

অনলাইন ডেস্ক

চলমান লকডাউনকে নাটক বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন। তিনি বলেছেন, এমন নাটক বন্ধ করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘যেহেতু শেষ পর্যন্ত ঈদপাগল মানুষকে কোনওভাবেই নিরস্ত করা গেল না, তাহলে দূরপাল্লার বাস বন্ধ রেখে কী লাভ হলো? বাস বন্ধ, ফেরি চালু, মানুষ যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।

বিজিবি মোতায়েন করেও কোনো লাভ হলো না। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জনস্রোত দেখল। তাহলে এই তামাশার কঠোর লকডাউনের মানে কী?

এরপর যখন গার্মেন্ট কারখানা ছুটি হবে, তখন পরিস্থিতি হবে ভয়াবহ। সুতরাং সবাইকে তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে গণপরিবহন খুলে দেওয়াই হবে যুক্তিযুক্ত।

তাতে অন্তত ঘরমুখো মানুষগুলোর ভোগান্তি কিছুটা হলেও কমবে। খামোখা এসব তথাকথিত কঠোর লকডাউন নাটক বন্ধ করা হোক।

লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর