পূজা দেখতে না গেলে আমি পূজার আনন্দ পাই না : টনি ডায়েস

পূজা দেখতে না গেলে আমি পূজার আনন্দ পাই না : টনি ডায়েস

অনলাইন ডেস্ক

নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস এবার পাশে দাড়ালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। অভিনেতা চঞ্চল চৌধুরী মা দিবসে ফেসবুকে নিজের মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। মা দিবসে ফেসবুকে মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে ধর্মীয় রোষানলে পড়েন চঞ্চল। প্রকাশিত ওই ছবিতে দেখা যায় ছবিতে তার মায়ের কপালে হিন্দুরীতি অনুসারে সিঁদুর লাগানো ছিল।

আর তা দেখেই ওই ছবির কমেন্ট বক্সে অনেকে নেতিবাচক মন্তব্য করে। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক।

জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস নিজের মায়ের সঙ্গে ছবি প্রকাশ করেন ফেসবুকে।

তিনি লিখেন, আমি একজন মানুষ, একজন বাংলাদেশি আমেরিকান, তারপর আমার ধর্ম আমি খ্রিষ্টান রোমান ক্যাথলিক।

আমি গর্বিত আমার পরিচয়ে। আমি এস.এস. সিতে ( মেট্রিক) ইসলামিয়াত ধর্ম নিয়ে পড়েছি, নম্বর ছিল ১০০ তে ৯৮ ।

তিনি আরও বলেন, ‘আমি ঈদে কোলাকুলি না করলে আমার ঈদ হয় না, পূজা দেখতে না গেলে আমি পূজার আনন্দ পাই না, ক্রিসমাসে বাড়ি না সাজালে, চার্চে না গেলে আমার ক্রিসমাস হয় না। টনি ভক্তদের মা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন।

news24bd.tv/আলী