মামুনুল হকের মতো লম্পটের চেয়ে “মানুষ” চঞ্চল চৌধুরী পৃথিবীতে বেশি প্রয়োজন

মায়ের সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী

মামুনুল হকের মতো লম্পটের চেয়ে “মানুষ” চঞ্চল চৌধুরী পৃথিবীতে বেশি প্রয়োজন

Other

প্রথমত, আমি মানুষকে কখনোই ধর্মীয় পরিচয় দিয়ে যাচাই করিনা। ধর্মীয় পরিচয় দিয়ে পরিচিতও হইনা। আমার প্রথম পরিচয় আমি সৃষ্টির সেরা জীব “মানুষ”, তাই আমি সেই সব পশু গোত্রীয় থেকে দূরে থাকি যারা ধর্মকে হাতিয়ার বানায়।  

চঞ্চল চৌধুরী হিন্দু নাকি মুসলিম, বৌদ্ধ নাকি খ্রিস্টান তা কোনোদিন আমার জানার প্রয়োজন পরেনি, জানার চেষ্টাও করিনি।

শুধু জেনেছি তিনি একজন ভালো মনের মানুষ, একজন মানবিক মানুষ। একজন মানুষকে চেনার জন্য, জানার জন্য এইটুকুই যথেষ্ট।  

যদি মানুষের বাইরে আর কোনো পরিচয় প্রয়োজন হয় তাহলে চঞ্চল চৌধুরী একজন বাঙালী। বাংলাদেশের একজন নাগরিক।

এই যথেষ্ট ...ভন্ড মৌলবাদীদের সমর্থন দরকার নেই। কারণ তারা ভারতের মৌলবাদী বিজিপিকে ঘৃণা করেন কিন্তু দেশে মৌলবাদী জামাত-হেফাজতকে পছন্দ করেন।  


ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

দেশে পৌঁছেছে চীনের ৫ লাখ টিকা

জিলাপি কেন জালেবি

ঈদের নামাজের নিয়ম


মামুনুল হকের মত একজন লম্পট মাওলানা কিংবা রাম রাহিম সিংয়ের মত ভন্ড ধর্মগুরুর চেয়ে একজন “মানুষ” চঞ্চল চৌধুরী পৃথিবীতে বেশি প্রয়োজন।  

লেখাটি-আশরাফুল আলম খোকন-এর ফেসবুক থেকে নেয়া।

news24bd.tv নাজিম