প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ করল বুয়েট

প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ করল বুয়েট

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে, সর্বমোট ৪টি শিফটে মোট ১৮ হাজার ১৬৩ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।  

শিফট-১ এ ৪ হাজার ৫৬৬ জন, শিফট-২ এ ৪ হাজার ৫১৯ জন, শিফট-৩ এ ৪ হাজার ৫০৫ জন ও শিফট-৪ এ ৪ হাজার ৫৭৩ জন।

বুধবার (১২ মে) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের জন্য বুয়েটের নির্দেশনা:

ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের যাদের নামের তালিকায় ‘রিমার্ক’ হিসেবে ‘মেজর অবজেকশন; ডকুমেন্টস রিকোয়ার্ড’ উল্লেখ আছে, তাদের নিম্নোক্ত ডকুমেন্ট ২২ মের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
১.
এসএসসি নম্বরপত্রের কপি/২০১৭ সালের
২.
এসএসসি সনদের কপি/২০১৭ সালের
৩.
এইচএসসি নম্বরপত্রের কপি/২০১৯ সালের
৪.
এইচএসসি নম্বরপত্রের মান উন্নয়নের কপি/২০২০ সালের

আবেদনকারীকে এসএমএস/ই-মেইলের মাধ্যমে এসব ডকুমেন্ট জমা দেওয়ার লিংক পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসব ডকুমেন্ট জমা প্রদান করা না হলে আবেদনকারীর প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

প্রার্থীদের তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

শিফট-১-এর যোগ্য প্রার্থীদের তালিকা দেখুন

শিফট-২-এর যোগ্য প্রার্থীদের তালিকা দেখুন

শিফট-৩-এর যোগ্য প্রার্থীদের তালিকা দেখুন

শিফট-৪-এর যোগ্য প্রার্থীদের তালিকা দেখুন

news24bd.tv নাজিম