দাওয়াত না পেয়ে গার্লফ্রেন্ডসহ ৬ জনকে গুলি করে হত্যা

দাওয়াত না পেয়ে গার্লফ্রেন্ডসহ ৬ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

মার্কিন মুলুকে আবারো ঘটলো বন্দুক হামলা ঘটনা। এবারের হামলায় ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে কলোরাডোর স্প্রিং শহরে হামলার ঘটনাটি ঘটে।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর বন্দুকধারী আত্মহত্যা করেছে।

কলোরাডোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় মর্মাহত হয়ে ৬ জনকে গুলি করে হত্যা করেছেন ২৮ বছর বয়সী থিওডোরো মাসিয়াস। ওই বন্দুকধারী তার ২৮ বছর বয়সী গার্লফ্রেন্ড সান্দ্রা ইবারা-পেরেজসহ তার আরও ৫ আত্মীয়কে খুন করেন। এরপর নিজেকেও গুলি করেন তিনি।


রোজা রেখে ২৮০ কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছাল মৌসুমি

পরিচয় পাওয়া গেছে পদ্মায় ডুবে যাওয়া সেই মাইক্রোবাস চালক ও মালিকের

ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

দেশে পৌঁছেছে চীনের ৫ লাখ টিকা


এর আগে চলতি বছরের মার্চে কলোরাডোর বোল্ডার শহরে একটি মুদি দোকানের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছিল।

সন্দেহভাজন বন্দুকধারীকে পরে আটক করা হয়েছিল। অভিযুক্ত বর্তমানে হত্যা মামলায় বিচারাধীন।

news24bd.tv নাজিম