ঈদে অনলাইন শপিংয়ে টাকা বাঁচানোর ৫ উপায়

ঈদে অনলাইন শপিংয়ে টাকা বাঁচানোর ৫ উপায়

অনলাইন ডেস্ক

একটু স্মার্ট ক্রেতা হলেই অনলাইন কেনাকাটায় টাকা বাঁচাতে বা বাজেটের মধ্যেই কিনতে পারবেন আপনার পছন্দের জিনিসগুলো। এর জন্য মনে রাখতে হবে কয়েকটি বিষয়। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে-

১. প্রথমে ঠিক করুন আপনি কোন কোন জিনিস কিনবেন। সেই জিনিসগুলোর দাম বিভিন্ন শপিং সাইট থেকে যাচাই করুন।

কোন সাইটে কত দামে পাচ্ছেন তা যাচাই করুন। এভাবে একটি ধারণা নিতে পারেন।

২. ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রডাক্টের অনলাইন পেইজে এখন মূল্যছাড় দেয়। সারাক্ষণই কোনো না কোনো ডিসকাউন্ট কিংবা স্পেশাল অফার চলতেই থাকে।

ডিসকাউন্টের সময় আপনার পছন্দের প্রডাক্টটি কিনে নিন।

৩. বিভিন্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের কারণে বিশেষ ছাড় পাওয়া যায়। সেগুলোও কাজে লাগাতে পারেন। ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার থাকে। সেই অফারেও কিনে নিতে পারেন।


রোজা রেখে ২৮০ কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছাল মৌসুমি

পরিচয় পাওয়া গেছে পদ্মায় ডুবে যাওয়া সেই মাইক্রোবাস চালক ও মালিকের

ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

দেশে পৌঁছেছে চীনের ৫ লাখ টিকা


৪. ক্যাশ অন ডেলিভারি অপশনের দিকে নজর রাখুন। প্রডাক্ট অর্ডারের পর নিশ্চিত হয়ে পেমেন্ট করুন। না হলে এমনও হতে পারে, আপনি পছন্দের জিনিস বেছে অর্ডার দিচ্ছেন, সঙ্গে কার্ড দিয়ে পেমেন্টও করেছেন। কিন্তু ডেলিভারিই হলো না।

৫. অবশ্যই কোনো কিছু কেনার আগে সেই পেইজের রিভিউ দেখে নিন। প্রোডাক্টটি আগে যারা কিনেছিলেন, তাদের রিভিউ জেনে নিন। এতে ভালো পণ্যটি কিনতে সফল হবেন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক