পণ্যবাহী ট্রাক এখন গণপরিবহণ

পণ্যবাহী ট্রাক এখন গণপরিবহণ

Other

গণপরিবহণ বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাকগুলো গণপরিবহণে পরিণত হয়েছে। প্রতিটি খালি বা বোঝাই ট্রাকে যাত্রী বহন করছেন। করোনাভীতি উপেক্ষা করে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঝুকিপূর্ণভাবে মানুষ ঈদযাপন করতে বাড়ি ফিরছে।

ভোগান্তির পাশাপাশি কয়েকগুনের বেশী ভাড়াও গুনতে হচ্ছে তাদের।

যাত্রীদের দাবি একদিকে কর্মস্থল ছুটি হওয়ায় থাকার জায়গা নেই অন্যদিকে পরিবার-পরিজনের সাথে ঈদ করতেই ঝুকি নিয়ে বাড়ি ফিরছেন।

বঙ্গবন্ধু সেতু দিয়ে অনুমতি নিয়ে দুচারটি গণপরিবহন চললেও ট্রাক-মিনিট্রাক, মাইক্রোবাস, কারসহ মোটরসাইকেল চলাচল কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।  

গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৯ শত ৪৩টি যানবাহন পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশিচত করছে।

অন্যদিকে, পণ্য পরিবহন ট্রাকে যাত্রী পরিবহন করা হলেও পুলিশ মানবিক কারনে কিছু বলছে।

তবে যানবাহনের চাপ থাকলেও কোন ধরনের যেন যানেজট সৃষ্টি না হয় এজন্য পুলিশ মাঠে দিনরাত ২৪ ঘন্টা কাজ করছে।  

news24bd.tv / কামরুল