১৫ মে থেকে গুটি আম নামানো শুরু

অনলাইন ডেস্ক

এ মাসের মাঝামাঝি বাজারে আসছে রাজশাহীর আম। ১৫ মে গুটি আম দিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। এরপর এ মাসে চার দফায় বাগান থেকে নামানো হবে  বেশ কয়েক জাতের আম। প্রতিবছরের মতো এবারোও আম নামানোর দিন নির্ধারণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।

আর ল্যাংড়া আসবে আগামী মাসের প্রথম সপ্তাহে।  

বৈশাখের শেষ দিকে গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হয়েছে। শেষ সময়েও থেমে নেই চাষিদের বাগান পরিচর্যা। আমচাষীদের ভাষ্যমতে, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের মাঝামাঝি মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম।

সরকারি হিসেবে, ১৫ মে গুটি জাত দিয়ে শুরু। ২০ থেকে ২৮ মে ধাপে ধাপে নামানো যাবে গোপালভোগ, লক্ষণভোগ, রাণীপছন্দ ও হিমসাগর। জুনে ল্যাংড়ার পর মৌসুমের শেষাবধি আসবে নানাজাতের আম।

ফল বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতে প্রত্যাশা মতো বৃষ্টি হলে আম হবে রসে টইটম্বুর। তবে ভালো আম পেতে ক্রেতাদের হতে হবে আম ক্যালেন্ডার সম্পর্কে সচেতন। করোনাকালে আম বিপণনে প্রতিবন্ধকতা দূর করতে নানা উদ্যোগ নেয়ার দাবি জেলা প্রশাসনের।

কৃষি বিভাগ বলছে, আমের ফলন স্বাভাবিক। এবার এ অঞ্চলে প্রায় সাড়ে সাতশ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা আছে।

news24bd.tv / কামরুল