ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পাকিস্তানি তিন ক্রিকেটার

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পাকিস্তানি তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক

এবার আইসিসির বোলারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান পৌঁছলেন এই তিন পাকিস্তানি বোলার। তারা হলেন হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, নুমান আলী এক টেস্টে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।  

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার পর সিরিজ নিজেদের করে নেয় সফরকারী পাকিস্তান। আইসিসির প্রকাশ করা সব শেষ র‌্যাংকিংয়ে ১৪তম স্থানে দখলে নিয়েছেন হাসান আলী।

ডান হাতি এই পেসার ২৭ রানে তুলেছিলেন ৫ উইকেট।

বাম-হাতি পেসার শাহিন আফ্রিদি ৫২ রান খরচ করে ৫ উইকেট আদায় করেন। বর্তমানে উঠে এসেছেন ২২তম স্থানে। অন্যদিকে ৮৬ রানে ৫ উইকেট তোলা স্পিনার নুমান ৪৬তম স্থানে উঠে এসেছেন।

হারারেতে দুই টেস্ট সিরিজ নিজেদের করা ছাড়াও টেস্টে এ নিয়ে ষষ্ঠবারের মতো একই দলের তিন বোলার পাঁচ উইকেট তোলার কীর্তি গড়ে পাকিস্তান।

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ভারতের রবিচন্দ্রন অশ্বিন আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের নিল ওয়াগনার।

বাংলাদেশ থেকে ২৫ ২৬ ও ৩০ তম স্থানে রয়েছেন যথাক্রমে তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

news24bd.tv / কামরুল