এবার পাটুরিয়াতেও চলছে সব ফেরি

এবার পাটুরিয়াতেও চলছে সব ফেরি

অনলাইন ডেস্ক

শিমুলিয়াফেরি ঘাটের পর এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে। ঘরমুখী মানুষের বিড়ম্বনা এড়াতে ফেরি চলাচলের পাশাপাশি ঘাটের পন্টুন খোলা রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পণ্যবোঝাই ও যাত্রীবাহী গাড়ি পারাপার শুরু হয়েছে।  

এতে করে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ফলে কোনো চাপ ছাড়াই বাড়ি ফিরতে পারছেন তারা।

গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত রোববার (৯ মে) থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।  

আরও পড়ুন


গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে ঈদের পরই ব্যবস্থা: তথ্যমন্ত্রী

গাজীপুরে র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু

ধর্ষণসহ ৫ মামলায় হেফাজত নেতা মামুনুল হক ১৫ দিনের রিমান্ডে


বুধবার (১২ মে) বিকেলে নৌরুটের সব ফেরি চালু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।

ফলে নির্বিঘ্নেই সন্ধ্যা থেকে পদ্মা পার হতে পারছেন তারা।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। গত কয়েকদিন ধরে জরুরি গাড়ি পারাপারে ৬টি ফেরি চালু থাকলেও বুধবার সন্ধ্যার পরও যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সব ফেরি চলাচল শুরু হয়েছে।

news24bd.tv / কামরুল