ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক তৈয়বের জামিন

ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক তৈয়বের জামিন

Other

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র খুলনা প্রতিনিধি মুহাম্মদ আবু তৈয়ব।  

বুধবার বিকাল ৫ টার দিকে আবু তৈয়ব খুলনা কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে গত ৫ মে উচ্চ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বুধবার উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্তি পেয়েছেন।

জানা যায়, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাদী হয়ে সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নং-২৫ (তাং ২০/০৪/২১ইং)। ওই মামলায় ২০ এপ্রিল রাতে নগরীর নূর নগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

২১ দিন পর তিনি জামিনে মুক্ত হলেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে অসত্য, বিভ্রান্তিকর সংবাদ দেয় আবু তৈয়ব।

এতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সন্মান ক্ষুন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আবু তৈয়বসহ দুইজনকে এই মামলায় আসামি করা হয়।

news24bd.tv / কামরুল