ইসরাইলের হামলার মধ্যেই আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

ইসরাইলের হামলার মধ্যেই আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক

ইসরাইলের সঙ্গে গত কয়েকদিনে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ লেগেই আছে। হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তবুও ইসরাইলি বাহিনীর হুমকি ধামকি উপেক্ষা করে পবিত্র মসজিদ আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ফিলিস্তিনি মুসলমানরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের দখলদার বাহিনীর ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার বিশ্বের মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের।

আরও পড়ুন


গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে ১৫০০ রকেট হামলা করল হামাস

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

যার জন্যে মিতুকে হত্যা, কে সেই এনজিও কর্মী গায়েত্রী?

দেশের দুঃসময়ে বিদেশে বসবাসরত ভারতীয় চিকিৎসকদের অনন্য উদ্যোগ


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় হামলা অব্যাহত রেখেছে। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটিতে ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন।

এদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি।

news24bd.tv আহমেদ