সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

Other

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় ঈদের নামাজ জামাতে আদায়ের মধ্য দিয়ে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।  

স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সৌদি আরবের রিয়াদে জাতীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। তবে এবারে ঈদের নামাজের জন্য নির্ধারিত স্থানগুলো ছাড়াও ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকল মসজিদে।

আরও পড়ুন


সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৩টি গ্রামে ঈদুল ফিতর পালন

রাজধানীতে ঈদুল ফিতরের জামাত কোথায় কখন

সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে মুসল্লিরা দলে দলে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করে সকলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সাথে।

 

এছাড়া পবিত্র নগরী মক্কা এবং মদীনা ছাড়াও সকল শহরে ইসলামী রীতি অনুযায়ী সুর্যদের পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও করোনা মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

news24bd.tv আহমেদ