দ্বিতীয় দিনের মতো ঈদ উদযাপিত হল চাঁদপুরের ৪০ গ্রামে

দ্বিতীয় দিনের মতো ঈদ উদযাপিত হল চাঁদপুরের ৪০ গ্রামে

অনলাইন ডেস্ক

গতকাল বুধবার আফ্রিকার দেশ নাইজার ও সোমালিয়ায় প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের পর ফের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবারও ঈদ উদযাপন হচ্ছে চাঁদপুরের সেই ৪০ গ্রামে।

জানা গেছে, সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯২ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। বৃহস্পতিবার (১৩ মে) সকাল পৌনে ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায়।

সাদ্রা দরজার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, বুধবার (১২ মে) ভোরে আমাদের একজন চাঁদ দেখা যাওয়ার সংবাদ পায় আর সেটিকে তারা গ্রহণযোগ্য মনে করেছেন বিধায় অল্পসংখ্যক মানুষ ঈদ উদযাপন করেছেন।

চাঁদ দেখার ওই সংবাদ আমরা বিচার-বিশ্লেষণ করে তা গ্রহণযোগ্য মনে করিনি বিধায় উদযাপন করিনি।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


তিনি আরও বলেন, আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার ঈদ করবো। নির্ধারিত কোন দেশকে ফলো করি না। ঈদুল আযহার কথা বললে পক্ষান্তরে সৌদি আরবকে আমাদের ফলো করতেই হয়।

কারণ হজ ফলো না করলে আমরা কোরবানি করতে পারি না। তারপরও আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি।

এদিকে ঈদকে ঘিরে গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

news24bd.tv / নকিব