সেই দিনগুলি কি আমরা আর ফিরে পাবো?

সেই দিনগুলি কি আমরা আর ফিরে পাবো?

Other

একসময় আমাদের মুখে মাস্ক পরতে হতো না, বারবার হাত ধোয়া লাগতো না। আমরা বসন্তকালে বাতাসে ফুলের গন্ধ পেতাম, হাজারিবাগে গেলে ট্যানারির গন্ধ পেতাম। এখন কেবল মাস্ক আর নিজের নিঃশ্বাসের গন্ধ ছাড়া ভালো-মন্দ আর কোনো গন্ধ পাই না।

আমরা একসময় দল বেঁধে স্টেডিয়ামে গিয়ে ফুটবল- ক্রিকেট খেলা দেখতাম, ওপেন এয়ার কনসার্টে গিয়ে গান শুনতাম, গানের তালে বন্ধু বান্ধবদের সাথে লাফালাফি করতাম! বছরে দু’একবার আমরা বিদেশেও যেতাম!

এক সময় ঈদের দিনে আমরা জাতীয় ঈদগা বা গ্রামের ঈদগায় অনেক মানুষ গাদাগাদি করে লাইন ধরে দাঁড়িয়ে নামাজ পড়তাম।

নামাজ শেষে কোলাকুলি করতাম। আমাদের কোনো সামাজিক দূরত্ব ছিলো না! পূজার সময় আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতাম, প্রতিমা দেখতাম, গান শুনতাম, আরতি দেখতাম! প্রবারণা পূর্ণিমায় কত মানুষের ভিড়ে ফানুস ওড়ানো দেখতাম! বড়দিনে ক্রিসমাস ডিনারের দাওয়াতে যেতাম!

আমরা এক সময় প্রেসক্লাব, ঢাকা ক্লাব, গল্ফ ক্লাব কত ক্লাবে যেতাম, আড্ডা দিতাম। মাঠে খেলাধুলা করতাম, তর্ক বিতর্ক করতাম। টেলিভিশনের স্টুডিওতে বসে আমরা টক শো করতাম।

উত্তেজনায় টেবিল ভেঙে ফেলতাম থাপ্পর মেরে। এখন আমরা জুমে আড্ডা দেই, মিটিং করি, টক শো করি। খেলাধুলা করি অনলাইনে, মোবাইলে, ল্যাপটপে।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


আমাদের সেই দিনগুলি, সেই নানা রঙের দিনগুলি কি আমরা, পৃথিবী নামক এই গ্রহের অসহায় মানুষেরা আর কোনোদিন ফিরে পাবো?

সবাইকে বিরস-বিবর্ণ ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

news24bd.tv / নকিব