ঈদে সারাদিন বাসাতেই থাকবেন দীঘি

ঈদে সারাদিন বাসাতেই থাকবেন দীঘি

অনলাইন ডেস্ক

চলচ্চিত্রের জগতে এসেছিলেন শিশু বয়সেই। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 'তারকাখ্যাতি' পেয়েছেন। সম্প্রতি চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির।

তবে এবারের ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেলেও করোনার কারণে ঈদে সিনেমা হলে দেখা যাবে না তাকে।

news24bd.tv

ঈদের দিনের পরিকল্পনা প্রসঙ্গে দীঘি বলেন, ‘ঢাকাতেই সবসময় ঈদ করা হয়। ঈদের দিনটা বাসাতেই কাটে। সারাদিন অতিথিরা আসতে থাকেন। তাদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া করে সময় চলে যায়।

এরপর সন্ধ্যায় বের হওয়ার পরিকল্পনা রয়েছে। করোনার জন্য এবার ঈদের আমেজটা আগের মতো নেই। তবুও আশা করি সবার ঈদ ভালো কাটবে। ’


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


সিনেমা হলে অনুপস্থিত থাকলেও আসছে ঈদে একাধিক টিভি চ্যানেলে হাজির হবেন দীঘি। পাঁচটি ঈদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অনুষ্ঠানগুলোর দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক