চলুন যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনে যাই: সৌদির প্রতি ইয়েমেন

চলুন যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনে যাই: সৌদির প্রতি ইয়েমেন

অনলাইন ডেস্ক

ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, আসুন মা'রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।

তিনি আরও বলেছেন, আসল সংগ্রামতো হলো বায়তুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রাম। তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যা-নৃশংসতার নিন্দা জানিয়ে এ কথা বলেছেন।

সৌদি আরবকে উদ্দেশ্য করে মোহাম্মাদ আলী আল হুথি আরও বলেন, আপনারা সৌদিরা ইয়েমেনের সানা দখলে নিতে লড়াই করছেন।

কিন্তু আমাদের সবার উচিত কুদস দখলমুক্ত করার সংগ্রামে শামিল হওয়া। চলুন আমরা যুদ্ধ বন্ধ করে সেদিকে যাই।

এর আগে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সৌদি হামলা ও হত্যা-নৃশংসতা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার প্রতি সমর্থন দিচ্ছে। কিন্তু সেই আমেরিকাই আবার শান্তি পরিকল্পনা পেশ করছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর