উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে মোহাম্মদ নাশিদ

উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে মোহাম্মদ নাশিদ

অনলাইন ডেস্ক

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে উন্নত চিকিৎসার জন্য  জার্মানিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিবিসির খবরে এমন তথ্য মিলেছে।

গত ৬ মে দেশটির রাজধানী মালেতে নিজের বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন নাশিদ।

পরবর্তীতে আইসিইউতে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তার মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়েছে।

বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জার্মানিতে চলে যান তিনি। বর্তমানে মালদ্বীপের পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাশিদ।

২০০৮ সালের ভোটে জয়ী হয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন নাশিদ।

চার বছরের মাথায় এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।

news24bd.tv/আলী