লকডাউন প্রত্যাহারের পর ঢাকায় ফিরুন: তাপস

লকডাউন প্রত্যাহারের পর ঢাকায় ফিরুন: তাপস

অনলাইন ডেস্ক

লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পর ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মেয়র তাপস এ অনুরোধ জানান।

মেয়র শেখ তাপস বলেন, ‘নাড়ির টানে যাঁরা ঢাকার বাইরে বাবা-মায়ের কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরই আপনাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি। ’

আরও পড়ুন


ফিলিস্তিনে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩

ফিলিস্তিনে শান্তি, দেশ-জাতি ও করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া

‘ঘরে ঈদ সুপার হিট’- এটাই হোক আমাদের শ্লোগান

এবার ফিলিস্তিনের হয়ে ইসরাইলে রকেট হামলা চালালো লেবানন


শেখ তাপস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি।

আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ’

মেয়র শেখ তাপস আরও বলেন, ‘আমরা করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

news24bd.tv আহমেদ