ভারতে হিন্দু প্রতিবেশীর সৎকারে মুসলিমরা

ভারতে হিন্দু প্রতিবেশীর সৎকারে মুসলিমরা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের ‘সুনামি’তে ভারতের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়তে বসেছে। দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সার্স-কভ-২’ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এদিকে ভারতে করোনা আবহে সম্প্রীতির ভিন্ন এক চিত্র উঠে এলো।

 

সব আতঙ্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈদের নামাজ শেষে হিন্দু বৃদ্ধকে দাহ করতে এগিয়ে মুসলিম গ্রামবাসীরা। যখন করোনার ভয়ে এলেন না কেউ, তখন আজ ঈদের দিন এমনই এক ঘটনা ঘটে হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামে।

জানা গেছে, ঈদের দিন নামাজ পড়তে বেরিয়েছিলেন আশিক মোল্লা গোলাম, সুবানী গোলাম, সাব্বার শেখ ও সানিরা। জানতে পারেন গ্রামেরই বাহাত্তর বছরের হরেন্দ্রনাথ সাধুখাঁ গতকাল রাতে মারা গেছেন।

তার মরদেহ তখনও পড়ে রয়েছে বাড়িতে, কেউ ছুঁয়েও দেখেনি। তখন মুসলিম প্রতিবেশীরা এগিয়ে এলেন।

উল্লেখ্য, গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই বৃদ্ধ। করোনা পরীক্ষা করার আগেই তার মৃত্যু হয়। করোনা নিয়ে আতঙ্কের জেরে প্রতিবেশীদের কেউ তাঁর বাড়িতে যায়নি। বৃদ্ধের ছেলে চন্দন অসহায় হয়ে পড়েন। তখন ওই মুসলিম প্রতিবেশীরা মৃতদেহটি ফুল দিয়ে সাজিয়ে কাঁধে করে নিয়ে যান শ্মশানে এবং শেষকৃত্য সম্পন্ন করেন।

news24bd.tv/আলী