গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। অন্তত ৫৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, পাল্টা হামলায় এখনও আসল অস্ত্র ব্যাবহার করা হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি ইস্যুতে রোববার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিবিড় আমীনের ডেস্ক রিপোর্ট।

গাজা উপত্যকায় স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি বিমান হামলা আরো জোরদার করেছে ইসরায়েল। গেল চারদিনেই ইসরায়েলি বিমান হামলায় শত ছাড়িয়ে গেছে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা। এরইমধ্যে গাজা সীমান্তে বিপুল পরিমান সেনা ও ট্যাংক মোতায়েন করেছে নেতানিয়াহু প্রশাসন।

গাজার আবাসিক বহুতল ভবনগুলো লক্ষ করেই হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরায়েলের হামলার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ জারি রেখে রকেট ছোড়ার মাধ্যমে জবাব দেয়া অব্যাহত রেখেছে হামাস। তবে এখনও নিজেদের আসল অস্ত্র ব্যবহার করা হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী এ সংগঠনটি।

এদিকে, বর্তমান এ ইস্যুতে ইসরাইলকে পূর্ণ সমর্থন দিয়েছে মার্কিন ডেমোক্রেটরা। অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা বন্ধ করতে হবে বলে যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন।

বর্তমান এ ইস্যুতে রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে বলে তথ্য দিয়েছে রয়টার্স। গেল সপ্তাহেও দুইবার ব্যাক্তিগতভাবে আলোচনা করেছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। তবে প্রকাশ্য কোনো বিবৃতি প্রদানে বার্থ হয়েছে তারা।

news24bd.tv/আলী