ফিলিস্তিনে হামলার প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালালো সিরিয়া

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালালো সিরিয়া

অনলাইন ডেস্ক

গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরাইল। প্রতিনিয়ত বোমা বর্ষণ করে মুক্তিকামী ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে লেবাননের পর এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে সিরিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিলো। এবার ইসরাইল অভিমুখে হামলা চালানো হয়েছে সিরিয়া থেকে।

 

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম হারেজ ও এপিনিউজ জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাদের দাবি, রকেটগুলোর দুটি গোলান মালভূমি অতিক্রম করতে পারেনি। সেখানে খোলা জায়গায় পতিত হয়েছে।

অন্যটিও সিরিয়া সীমান্ত অতিক্রম করতে পারেনি। তার আগেই ভূমিতে পতিত হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, লেবানন সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

আরও পড়ুন


ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ

ফিলিস্তিনের ‘আল কাসসাম ব্রিগেডের’ হামলায় নাজেহাল ইসরাইল (ভিডিও)

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

নামাজে মনোযোগ ঠিক রাখতে যে কাজগুলো জরুরি


গত কয়েক দিনের হামলায় দিশেহারা ইসরাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেয়। তবে ইসরাইলি হামলায় অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

অপরদিকে হামাসও পাল্টা রকেট হামলা চালাচ্ছে। তবে ইসরাইলের আয়রন ডোমের কারণে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। তবুও রকেট হামলা অব্যাহত রেখেছে দেশটি। হামাসের হামলায় এখন পর্যন্ত ৮জন ইসরায়েলি নিহত হয়েছেন।

news24bd.tv আহমেদ