ফিলিস্তিনে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩

অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। শনিবার সকালেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তবে বসে নেই ফিলিস্তিনিরাও। তারাও রকেট হামলা অব্যাহত রেখেছে।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনিরা। এতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

গত সোমবার থেকে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে।

এদের মধ্যে ৩২ শিশু ও ২১ জন নারী রয়েছে। এখন পর্যন্ত ৯৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন


দেশের যে অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে আজ

ইসরাইলি হামলায় প্রাণ গেল একই পরিবারের ৬ ফিলিস্তিনি শিশুর

ফিলিস্তিনের হামলার প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালালো সিরিয়া

ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ


গাজার উত্তরাঞ্চলে একটি হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে ইসরাইলি নৌবাহিনীর জাহাজ থেকেও বোমা ছোড়া হয়েছে। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।

এদিকে দখলদার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি গুরুত্বপূর্ণ শহরে গাজা থেকে রকেট ছোঁড়ার পর সাইরেন বেজে ওঠে। হামাস এই দুটি শহরে রকেট হামলার দায় স্বীকার করেছে।

news24bd.tv আহমেদ