মানুষের জীবনের প্রশ্নে খামখেয়ালি করাটা অপরাধ

মানুষের জীবনের প্রশ্নে খামখেয়ালি করাটা অপরাধ

Other

ঈদে যে মানুষগুলো গ্রামে গিয়েছিলেন- তারা এবার ঢাকায় ফিরে আসবেন। এই মানুষগুলো কখন কিভাবে ফিরবেন, তাদের ঢাকায় ফেরাটা কিভাবে সহজ এবং নিরাপদ করা যায় তা নিয়ে সরকারের এখনি ভাবা দরকার। ঈদে বিপুল সংখ্যক মানুষ গ্রামে যাবে, সংস্কৃতিগত ঐতিহ্যের কারনেই যাবে- সেটাও আগে থেকে ভেবে ব্যবস্থা নেয়া দরকার ছিলো। সেটি করা হয়নি।

ফেরার পথে অন্তত করা হোক।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে এতোগুলো মানুষের ঢাকায় ফেরা নিশ্চিত করাটা কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না, একক মন্ত্রণালয়ের কাজও না। স্থানীয় প্রশাসনের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্ষেত্রে, সড়ক পরিবহণের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। ফলে সরকারের সমন্বিত উদ্যোগ দরকার।

প্রয়োজনে ধীরে ধীরে সময় নিয়ে ঢাকায় ফেরার ব্যবস্থা করা হোক। ঈদ পরবর্তী ফেরায় বিলম্বের কারনে কারো বেতন কাটা বা চাকুরীতে হয়রানি যাতে না হয় সেটি নিশ্চিত করা হোক।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস


মানুষের জীবনের প্রশ্ন যেখানে জড়িত, সেই বিষয় নিয়ে অবহেলা বা খামখেয়ালি করাটা অপরাধ। এই কথাটা আমাদের বিবেচনায় রাখা দরকার।

news24bd.tv / নকিব