ঈদের দ্বিতীয় দিনেও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

ঈদের দ্বিতীয় দিনেও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

অনলাইন ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপ। পদ্মা পার হতে শনিবার (১৫ মে) ভোর থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে ভিড় করেন অনেকে।

এসব যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে। অন্যদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় প্রায় চার শতাধিক যানবাহন।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস


শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ ব্যাপারে বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। সকালে কয়েকটি ফেরিতে শুধু যাত্রী পার করা হয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

news24bd.tv / নকিব