সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকছে লেবানিজরা

সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকছে লেবানিজরা

অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে এসেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে লেবানন, জর্ডান ও সিরিয়া। তবে জর্ডানিরা সীমান্তে এসে আটকে গেলেও কয়েক ডজন লেবানিজ ঠিকই ইসরায়েলে ঢুকে গেছে বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনের পতাকা হাতে একদল লোক ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত অতিক্রম করছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই ‘দাঙ্গাকারীদের’ সতর্ক করে ট্যাংক থেকে গোলা ছোঁড়ার কথা জানিয়েছে। তারা জানায়, এই ব্যক্তিরা বেড়ার ক্ষতিসাধন করে এবং একটি এলাকায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লেবাননে ফিরে যায়। ইসরায়েলি মিডিয়া জানায়, কয়েক ‘ডজন’ লোক সীমান্ত পার হয়েছিল।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

কিছুতেই কান্না থামছিলো না বুবলির

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস


অন্যদিকে, জর্ডানের প্রায় ৫০০ বিক্ষোভকারীরা পশ্চিম তীরের কাছাকাছি একটি ব্রিজে পৌঁছানোর চেষ্টা করলে ইসরাইলি পুলিশ তাদের কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

news24bd.tv / নকিব