রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

অনলাইন ডেস্ক

বিকেল সাড়ে ৫টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। এতে সন্ধ্যা নামার আগেই অন্ধকার গড়িয়ে এসেছে ঢাকার বুকে। বিকেলে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। সারাদিনে প্রচণ্ড গরমের মধ্যে এক পশলা বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা হাওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।

শনিবার (১৫ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তারা আরও বলেছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎলগ্ন এলাকায় অবস্থান করছে। যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এসময় ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৪২ মিলিমিটার।

news24bd.tv/আলী