ট্রেনের ছাদে দুই শিশুর মৃতদেহ

ট্রেনের ছাদে দুই শিশুর মৃতদেহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রাম রেল পুলিশ (সিআরপি)।

এ ছাড়া আহতাবস্থায় রায়হান নামে আরও এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রাম পৌঁছালে পুলিশ মরদেহ ‍দুটি উদ্ধার করে। শিশু দুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ঢাকার কমলাপুর থেকে অান্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। রাতে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। পরে ট্রেন থেকে যাত্রীরা নেমে গেলে পুলিশ তাতে তল্লাশি চালায়। সে সময় ছাদের ওপর দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা।

এ ছাড়া এক শিশুকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।

আহত শিশু জানায়, বিমানবন্দর স্টেশন থেকে তারা ৫ জন ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি ফেনী স্টেশনের কাছাকাছি এলে ছাদে লাফালাফির সময় একটি ওভারব্রিজের সঙ্গে তারা ধাক্কা খায়। সে সময় দুইজন পড়ে যায়। দুইজন মাথায় আঘাত পেয়ে ট্রেনেই মারা যায়।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর