প্রথমবারের মতো মাহমুদ আব্বাসকে বাইডেনের ফোন

প্রথমবারের মতো মাহমুদ আব্বাসকে বাইডেনের ফোন

অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।   ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আজ শনিবার বিকেলে ৩০টি রকেট ছুঁড়েছে ইসরায়েলে।

এমন সংঘাতময় পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘গুরুত্বপূর্ণ’ ফোন কল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন।

শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

এমন সময় আব্বাসকে ফোন দিয়েছেন বাইডেন যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।

এর আগে গত সোমবার থেকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ৩৯ শিশু ও ২২জন নারীসহ কমপক্ষে ১৪০ জনকে হত্যা করেছে দখলদার খুনি ইসরায়েল। এসব ঘটনায় সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ১০ হাজার মানুষ।

news24bd.tv/আলী