ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে এবার কাতারে ইসরাইল বিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে এবার কাতারে ইসরাইল বিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক

দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। বাদ যাচ্ছেন না নারী, শিশু এমনকি বৃদ্ধরাও। ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এবার রাজপথে বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।

স্থানীয় সময় শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে স্থানীয় নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।

আরও পড়ুন


শিরোপা জিতে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

ইসরাইল বিরোধী বিক্ষোভ করায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২১ জন গ্রেপ্তার

চেলসিকে হারিয়ে প্রথম এফএ কাপ শিরোপা জয় লেস্টার সিটির

যে কাজগুলো করলে আরও বেশি অভাব ও ব্যস্ততা বাড়িয়ে দেন আল্লাহ


গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিক্ষোভে যোগ দিয়েছেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। বিক্ষোভে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরাও ইসরাইলের অমানবিক জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন।

ফিলিস্তিনের গাজায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেয়ার পর কাতারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।

news24bd.tv আহমেদ